“আমার ভাইয়ের রক্তে রাঙানো 
একুশে ফেব্রুয়ারি, 
আমি কি ভুলিতে পারি।”
রক্ত দিয়ে কেনা আমার বর্ণমালা, অমর ২১শে ফেব্রুয়ারি বাঙালির জাতীয় জীবনে চির প্রেরণার উৎস এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। 
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলার মর্যাদা রক্ষায় আন্দোলন করতে গিয়ে সালাম, বরকত, রফিক, সফিউর, জব্বারসহ আরো অনেকে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাকে রাষ্ট্র ভাষায় পরিণত করেছিলো, সেদিন বপন হয়েছিল পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে স্বাধীনতার লাল সূর্যটি ছিনিয়ে আনার স্বপ্নের বীজ। 
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যাদের রক্তের বিনিময়ে শৃঙ্খলমুক্ত হয়েছিলো মায়ের ভাষা সেই সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিয়ানীবাজার সরকারি কলেজ শহীদ মিনারে মহান ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
২১/০২/২০২১