মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বিয়ানীবাজার পৌরসভা। পৌরসভা গঠনের সতের বছর পর এই প্রথম আনুষ্ঠানিক ভাবে সরকার ঘোষিত বিস্তারিত কর্মসূচী পালন করা হয় এই পৌরসভায়।

দিবসের প্রথম প্রহরে বিয়ানীবাজার সরকারি কলেজ প্রাঙ্গনে পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুরের নেতৃত্বে বিয়ানীবাজার পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারিগণ শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। মেয়রের নেতৃত্বে সকাল ১০ ঘটিকায় বর্ণমালা র‌্যালী পৌর শহরের প্রধান সড়ক প্রদণি করে পৌরসভা প্রাঙ্গনে এসে শেষ হয়।

দুপুর ২.০০ ঘটিকার সময় চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্টিত হয়। এতে পৌরসভার বিভিন্ন প্রাথমিক,উচ্চ মাধ্যমিক ও কিন্ডার গার্টেন এর ১শ ৫০জন শিার্থী অংশ গ্রহণ করে। চারটি বিভাগে চিত্রাংকন প্রতিযোগীতায় শিশু শ্রেণী থেকে দশম শ্রেণীর শিার্থীরা অংশ নেয়। ভিন্ন ভিন্ন সময়ে চিত্রাংকন প্রতিযোগীতা পরিদর্শন করেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান , উপজেলা নির্বাহী অফিসার কাজী আরিফুর রহমান, পঞ্চখণ্ড হরগোবিন্দ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক আব্দুল হাছিব. খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক আব্দুল মালিক ছাড়াও বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক, সহকারি শিকমন্ডলী। বিকেলে অনুষ্টিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্টানে প্রতি বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে সনদপত্র ও পুরষ্কার প্রদান করা হয়। এছাড়াও শান্তনা পুরষ্কার দেওয়া হয়।

পুরষ্কারপ্রাপ্তরা হচ্ছে-ক-বিভাগে(শিশু শ্রেণী থেকে প্রথম শ্রেণী)প্রথম স্থান অর্জন করে আইডিয়েল একাডেমির শিার্থী মেহেরুন মাহবুব ফাতেমা, দ্বিতীয় স্থান অর্জন করে খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের অঙ্গনা নাগ প্রজ্ঞা ও তৃতীয় স্থান অর্জন করে শেখ ওয়াহিদুর রহমান একাডেমীর মালিহা মমতাজ উদ্দিন। খ বিভাগে (২য় শ্রেণী থেকে ৩য় শ্রেণী) ১ম স্থান অর্জন করে খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের চৈতি হালদার, ২য় স্থান অর্জন করে শেখ ওয়াহিদুর রহমান একাডেমীর মাদিহা। ৩য় স্থান অর্জন করে দুবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্থ প্রতিম তালুকদার। গ বিভাগে ( ৪র্থ শ্রেণী থেকে ৬ষ্ট শ্রেণী) প্রথম স্থান অর্জন করে কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অরিত্রা তালুকদার, ২য় স্থান অর্জন করে আইডিয়াল কলোজিয়েট স্কুলের দয়িতা তালুকদার, ৩য় স্থান অর্জন করে গৌরীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছামিয়া জাহান।ঘ বিভাগ ( ৭ম শ্রেণী হইতে ১০ম শ্রেণী) ১ম স্থান অর্জন করে ঘুঙ্গাদিয়া বড়দেশ বালিকা উচ্চ বিদ্যালয়ের অদিতি নাগ প্রমা, ২য় স্থান অর্জন করেন খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের ইমতিয়াজ ইসলাম তানীম, ৩য় স্থান অর্জন করেন বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাদিয়া জাহান।